Site icon Jamuna Television

পাকিস্তানে ধর্মীয় নেতা ছুরিকাঘাতে খুন

পাকিস্তানের প্রভাবশালী ধর্মীয় নেতা ও সাবেক সিনেটর মাওলানা সামিউল হককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। মাওলানা সামি যখন তার বাসভবনে বিশ্রাম নিচ্ছিলেন তখন এই হামলা চালানো হয়। এ খবর দিয়েছে অনলাইন ডন। তবে হামলাকারী সর্ম্পকে এখনো কিছু জানা যায়নি।

ডন নিহতের ছেলে মাওলানা হামিদুল হকের বরাতে বলছে, শুক্রবার তার পিতার গাড়ির চালক হাক্কানি বাইরে যান। ফিরে এসে তিনি দেখতে পান মাওলানা সামিউল হক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বিছানায়। তার শরীরে ছুরি দিয়ে আঘাত করার অসংখ্য দাগ ছিলো। পাকিস্তানে আসিয়া বিবি ইস্যুতে সম্প্রতি চলা আন্দোলনের একটি অংশের নেতৃত্ব দিচ্ছিলেন মাওলানা সামি।

এদিকে ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে পুলিশ। আজ বিকালে নিজ শহর আকোরা খাত্তাকে তাকে দাফন করার কথা রয়েছে।

Exit mobile version