Site icon Jamuna Television

বিচিত্র অঙ্গভঙ্গির কারণে আবারও বিতর্কের মুখে বাইডেন

জোটের অন্যান্য সদস্যরা ছবি তোলার জন্য একদিকে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অন্যদিকে ঘুড়ে দাঁড়ান বাইডেন।

অদ্ভুত আচরণ আর বিচিত্র অঙ্গভঙ্গির কারণে আবারও বিতর্কের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার (১৪ জুন) ইতালিতে শুরু হওয়া তিনদিনের জি সেভেন সম্মেলনে অদ্ভুত কর্মকাণ্ডের জন্য আলোচনায় আসেন তিনি।

এক ভিডিওতে দেখা যায়, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে আলাপের মাঝেই হঠাৎ তাকে স্যালুট দিচ্ছেন বাইডেন। সম্মেলনের প্রকাশিত আরেক ভিডিওতে দেখা যায়, জোটের অন্যান্য নেতারা ছবির তোলার জন্য একদিকে দাঁড়িয়ে থাকলেও বাইডেন হঠাৎ-ই ঘুরে দাঁড়ান। এরপর একটু দূরে সরে গিয়ে অদ্ভুতভাবে হাসতে থাকেন।

ইতালির ওই সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ইতালি সফরে যান বাইডেন। এর আগেও এমন বিতর্কিত কর্মকাণ্ডের জেরে পত্রিকার শিরোনাম হয়েছেন ৮১ বছর বয়সী এই প্রেসিডেন্ট।

/এমএইচ/এমএন

Exit mobile version