Site icon Jamuna Television

বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৭৫ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

আহমাদুল কবির, মালয়েশিয়া:

বিভিন্ন সময় আটক হওয়া বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৭৫ বন্দিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের অভিবাসন বিভাগ। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

শুক্রবার (১৪ জুন) রাজ্যের অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানায় রাজ্যের অভিবাসন বিভাগ। বিবৃতিতে বলা হয়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১, কেএলআইএ-২ এবং জোহরের সুলতান ইস্কান্দার থেকে বাংলাদেশ, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, চীন ও ইরানের বন্দিদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ফেরতদের মধ্যে ৫২ জন পুরুষ ও ২৩ জন নারী রয়েছেন। তারা তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থল পথে নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়। তারা যেন আবারও মালয়েশিয়ায় প্রবেশে করতে না পারে সেজন্য তাদেরকে ‘কালো তালিকাভুক্ত’ করা হয় বলেও জানায় দেশটির অভিবাসন বিভাগ।

/এএস

Exit mobile version