Site icon Jamuna Television

চীনের ‘মি-টু’ আন্দোলনকারী নারীকে ৫ বছর জেল

চীনে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ৫ বছরের কারাদণ্ড হলো ‘মি-টু’ আন্দোলনের কর্মী সোফিয়া হুয়াং সুকিন। শুক্রবার (১৪ জুন) তার বিরুদ্ধে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন একটি চীনা আদালত। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, একই অভিযোগে তার সঙ্গে অপর এক আসামি শ্রম অধিকারকর্মী ওয়াং জিয়ানবিংকেও সাড়ে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

কারাদণ্ড পাওয়া ৩৬ বছর বয়সী হুয়াং সুকিন মূলত চীনের ‘মি-টু’ আন্দোলনের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। এই আন্দোলনের অংশ হিসেবে তিনি যৌন নিপীড়নের শিকার নারীদের বেশ কিছু গল্প প্রকাশ্যে এনেছিলেন। পাশাপাশি তিনি চীনা সংবাদপত্রগুলোর বার্তাকক্ষে নারীবিদ্বেষী আচরণ এবং যৌন নিপীড়নের বিভিন্ন ঘটনা নিয়েও সরব হয়েছিলেন। 

 হুয়াং সুকিন এবং ওয়াং জিয়ানবিংকে কেন রাষ্ট্রদ্রোহের অভিযোগে কাঠগড়ায় দাঁড়াতে হলো, সেই বিষয়ে চীনা গণমাধ্যমগুলো কিছু প্রকাশ করেনি। তা ছাড়া ওই বিচারের কার্যক্রম রুদ্ধদ্বারে অনুষ্ঠিত হয়েছে বলেও জানা গেছে। 

/এআই

 

Exit mobile version