Site icon Jamuna Television

আখাউড়ায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার 

প্রতীকী ছবি।

আখাউড়া করেসপনডেন্ট :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর থেকে ভাসমান অবস্থায় মো.জুনায়েদ মোস্তফা (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সে পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার (১৪ জুন) বিকেলে শহীদ স্মৃতি সরকারি কলেজের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহত মো. জুনায়েদ মোস্তফা পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া মিয়া বাড়ী গ্রামের মো. জলিল মিয়ার ছেলে। জলিল মিয়া পৌরশহরের কলেজপাড়া এলাকার ভাড়াটিয়া বাসিন্দা। 

স্থানীয়রা জানান, পুকুরের পাড়েই কুরবানির পশুর হাট বসেছে। বিকেল সাড়ে ৪ টার দিকে স্থানীয়রা দেখতে পায় একটি শিশুর মরদেহ পুকুরের পানিতে ভাসছে। এ সময় স্থানীয়রা মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

আখাউড়া থানার ওসি নূরে আলম বলেন, সাতার না জানায় পুকুরের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে ধারণা করা হচ্ছে।

/এএস

Exit mobile version