Site icon Jamuna Television

সারাদেশে পালিত হচ্ছে জেলহত্যা দিবস

নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে জেলহত্যা দিবস।

আজ সকালে রাজশাহী নগরীর কাদিরগঞ্জে শহীদ কামারুজ্জামানের সমাধি ও দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে নগরীতে শোক র‍্যালি বের করা হয়।

জয়পুরহাটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বরিশাল, দিনাজপুর, নাটোর, পাবনাতেও নানা আয়োজনে পালিত হচ্ছে জেলহত্যা দিবস।

Exit mobile version