Site icon Jamuna Television

উত্তরের মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি, আরও বাড়বে ভিড়

ঈদযাত্রায় উত্তরের মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। দীর্ঘ সারিতে থেমে থেমে এগুচ্ছে যানবাহনগুলো। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। পুলিশ বলছে, দুপুরের পর আরও বাড়বে ভিড়।

শনিবার (১৫ জুন) ভোর থেকেই বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইলের এলাঙ্গা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটারজুড়ে যানজটের তথ্য পাওয়া গেছে। এদিকে, বাস না পেয়ে অনেকে ট্রাকে বাড়ির পথ ধরেছেন। আছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ।

উত্তরের পথে সবচেয়ে বেশি ভোগান্তি বেধেছে চন্দ্রায়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থেকে কালিয়াকৈর পর্যন্ত কয়েক কিলোমিটার জুড়ে তৈরি হয়েছে দীর্ঘ জটলা। থেমে থেমে চলছে গাড়ি। বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে অন্তত ১৪ কিলোমিটার এলাকায় রয়েছে গাড়ির এমন ধীরগতি।

হাইওয়ে পুলিশ বলছে, গাজীপুরের শিল্পকারখানা আজ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। ধীরে ধীরে অনেকে বাড়ির পথ ধরেছেন। দুপুরের পর এই ভিড় আরও বাড়বে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ থাকলেও এখন পর্যন্ত নির্বিঘ্নেই বাড়ি ফিরছেন মানুষ।

/এমএইচ

Exit mobile version