Site icon Jamuna Television

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

কুমিল্লায় ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সুয়াগাজী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।

ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক খোরশেদ আলম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে একটি ট্রাক চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখান থেকে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত দুটি যানবাহনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

/এমএইচ

Exit mobile version