Site icon Jamuna Television

পুনরায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন রামাফোসা

দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) সঙ্গে ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (ডিএ) জোট গঠনে রাজি হবার পর দেশটির পার্লামেন্টে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সিরিল রামাফোসা। শনিবার (১৫ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার পার্লামেন্টের ভোটে বামপন্থী দল ইকোনমিক ফ্রিডম ফাইটারের জুলিয়াস মালেমাকে ভোটে হারান ন্যাশনাল কংগ্রেসের রামাফোসা। মালেমার ৪৪ ভোটের বিপরীতে রামাফোসা পান ২৮৩ ভোট।

এর আগে, গত ২৯ মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দক্ষিণ আফ্রিকায় জোট সরকার গঠনের তৎপরতা শুরু হয়। এরপরই ৭১ বছর বয়সী সিরিল রামাফোসা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।

/এআই

Exit mobile version