Site icon Jamuna Television

বেড়িগাঁও‌য়ে ট্র‌লির চাপায় শিশু নিহত

সুনামগঞ্জ প্র‌তি‌নি‌ধি:

সুনামগঞ্জ সদর উপ‌জেলার সুরমা ইউ‌নিয়‌নের বে‌ড়িগাঁও এলাকায় মাল বোঝাই ট্র‌লির চাপায় সুমন (১২) না‌মের এক শিশু নিহত হ‌য়ে‌ছে। আজ শ‌নিবার সকা‌লে এ দুর্ঘটনা ঘ‌টে। ‌নিহত সুমন বেড়িগাঁও গ্রা‌মের সুজন মিয়ার পুত্র।

স্থানীয় বা‌সিন্দা না‌জিম উ‌দ্দিন জানান, শ‌নিবার সকা‌লে বেড়িগাঁও গ্রা‌মের সড়‌কে রাস্তা পারাপা‌রের সময় মাল বোঝাই ট্র‌লির চাপায় সুমন আহত হয়। প‌রে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে প্রথ‌মে সুনামগঞ্জ সদর হাসপাতাল নি‌য়ে যান।

প‌রে আশঙ্কাজনক অবস্থায় সি‌লেট ওসমানী মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে নেয়ার প‌থে মৃত্যু হয় তার। সদর থানার ও‌সি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর জা‌নি না। খোঁজখবর নি‌চ্ছি।

Exit mobile version