Site icon Jamuna Television

পদ্মা সেতুতে একদিনে টোল আদায় আয় ৪ কোটি ৮২ লাখ

ফাইল ছবি।

স্টাফ করেসপন্ডেন্ট, মুন্সিগঞ্জ:

পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ের নতুন দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছে। শুক্রবার (১৪ জুন) সেতু পারাপার করেছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। এতে টোল আয় হয়েছে ৪ কোটি লাখ ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা। যা একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। পদ্মা সেতু সাইট অফিসের সহকারী প্রকৌশলী রাজন চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সেতুর মাওয়া প্রান্ত হয়ে ২৮ হাজার ৮৯৬টি ও জাজিরা প্রান্ত হয়ে ১৫ হাজার ১৩৭টি যানবাহন সেতু পারি দেয়। এতে মাওয়া প্রান্তে ইটিসিএস, ক্রেডিটসহ আয় হয় ২ কোটি ৭৩ লাখ ১৮ হাজার ৫৭০ টাকা। জাজিরা প্রান্তে আয় হয় ২ কোটি ৮ লাখ ১৯ হাজার ৩০০ টাকা।

এর আগে, পদ্মা সেতুর একদিনে সর্বোচ্চ টোল আদায় হয় ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা। চলতি বছরের ৯ এপ্রিল এই টোল আদায় হয়েছিল।

/এনকে

Exit mobile version