Site icon Jamuna Television

৭ দফার সুরাহা পর্যন্ত তফসিল ঘোষণা না করার দাবি মান্নার

জাতীয় ঐক্যফ্রন্টের কারণে দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা থামাতেই, সরকার প্রহসনের সংলাপ আয়োজন করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আজ দুপুরে, রাজধানীর প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মান্না আরো বলেন, সংলাপ থেকে কোন কিছুই অর্জিত হয়নি। ঢাকা ও রাজশাহী কোথাও জনসভা করার অনুমতি দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন মান্না। শেখ হাসিনার নেতৃত্বে কোন নির্বাচন সুষ্ঠু হবে না, হতে পারে না উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, ৭ দফার ওপর বারবার সংলাপ হওয়া প্রয়োজন। এর সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা না করার দাবিও জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক।

Exit mobile version