Site icon Jamuna Television

ফরিদপুরে শিশুকে ধর্ষণের মামলায় যুবক কারাগারে

ফরিদপুর (বোয়ালমারী) করেসপনডেন্ট:

ফরিদপুরের বোয়ালমারীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. কাজল (১৯) শেখ নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার (১৫ জুন) দুপুরে ফরিদপুরের বিচারিক আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিযুক্ত কাজল শেখ সাতৈর ইউনিয়নের কানখরদি গ্রামের মো. ছিরু শেখের ছেলে।

শিশুটির পরিবার জানায়, শিশুটি মায়ের সাথে নানার বাড়িতে বসবাস করতো। গতকাল শুক্রবার (১৫ জুন) বিকালে তার মা বাড়ি না থাকায় নানির সাথে খেলা করছিল শিশুটি। একপর্যায়ে কাজল শেখ শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সে পালিয়ে যায়।

এরপর শুক্রবার রাতে শিশুটির নানা বাদি হয়ে বোয়ালমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত কাজলকে গ্রেফতার করে পুলিশ।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, মামলা দায়েরের পরপরই কাজলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

/আরএইচ

Exit mobile version