Site icon Jamuna Television

মাউশির মহাপরিচালক মাহাবুবুর রহমান মারা গেছেন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমান (৫৮) মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ শনিবার দুপুর ১২টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফুসফুস সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে প্রায় দেড় মাস আগে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন অধ্যাপক মাহবুব।

তার মৃত্যুতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, বাংলাদেশ এডুকেশন রিপোর্টারস অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা বিএসসি সাধারণ শিক্ষা সমিতি শোক জানিয়েছে।

Exit mobile version