Site icon Jamuna Television

গরমে হজযাত্রীদের স্বস্তি দিতে ‘রোড-কুলিং’ প্রযুক্তি

সৌদি আরবে তাপমাত্রা পৌঁছেছে ৪৬ ডিগ্রিতে। এমন পরিস্থিতিতে হাজিদের নিরাপদ ও আরামদায়ক চলাফেরার জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে সৌদি কর্তৃপক্ষ। সেই ধারাবাহিকতায় রাস্তায় কুলিং প্রযুক্তি ব্যবহার করছে দেশটি; যাতে করে হাজিদের যাত্রা স্বস্তির হয়। শনিবার (১৬ জুন) এক প্রতিবেদনে আরব নিউজ এ তথ্য জানায়।

এ বিষয়ে রোডস জেনারেল অথোরিটির মুখপাত্র আব্দুল আজিজ আল-ওতাইবি বলেছেন, রাস্তা যখন সূর্যালোকের সংস্পর্শে আসে, তখন এই প্রযুক্তি তাপ শোষণ করে। ৭০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত শোষণ করবে এই প্রযুক্তি। রাস্তা থেকে তাপ নির্গত করতে শুরু করলে এই প্রযুক্তি তাপ শোষণ করবে। এই প্রযুক্তি দেশটির ফুটপাতেও দেয়া হবে। 

এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস কমাতে সাহায্য করে। বর্তমানে, নামিরা মসজিদের কাছে ২৫ হাজার বর্গমিটারে প্রযুক্তিটি ব্যবহার করা হচ্ছে। 

/এআই

   

Exit mobile version