Site icon Jamuna Television

নির্বাচন ভবন ও কমিশনের নিরাপত্তা নিশ্চিত করতে সিইসির নির্দেশ

তফসিল ঘোষণার পর নির্বাচন ভবন ও কমিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন সিইসি কে এম নুরুল হুদা। আজ শনিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সাথে বৈঠকে সিইসি এই নির্দেশনা দেন।

বৈঠকে নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন। নির্বাচনের সময় ঢাকা মেট্রোপলিটন এলাকার নিরাপত্তায় করনীয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। ইসি’র সার্বিক নিরাপত্তার জন্য সব ব্যবস্থা নেয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার।

Exit mobile version