Site icon Jamuna Television

ঐক্যফ্রন্টের সাথে যুক্ত হওয়ার অপরাধে গণস্বাস্থ্য কেন্দ্রে অভিযান: ডা. জাফরুল্লাহ

জাতীয় ঐক্যফ্রন্টের সাথে যুক্ত হওয়ার অপরাধে শাস্তি দিতে না পেরে গণস্বাস্থ্য কেন্দ্রে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে চালানো এই অভিযানে সাধারণ কর্মীদের হেনস্থা করা হচ্ছে। বিধি বহির্ভূতভাবে জরিমানা করার ঘটনাকে অত্যন্ত দু:খজনক বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতে গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেসা অভিযোগ করেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী ঐক্যফ্রন্টের সাথে থাকার কারণে এই অভিযান। গণস্বাস্থ্য কেন্দ্রে অভিযান পরিচালনার সময় অপেশাদার আচরণের অভিযোগ করে র‍্যাবের সমালোচনা করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

Exit mobile version