Site icon Jamuna Television

লেভাবিহীন পোল্যান্ডের মুখোমুখি নেদারল্যান্ডস

ইউরোর ‘ডি’ গ্রুপের ম্যাচে মাঠে নেমেছে নেদারল্যান্ডস। আজ রোববার (১৬ জুন) তাদের প্রতিপক্ষ লেভানদোভস্কির পোল্যান্ড। কিন্তু ইনজুরির কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না বার্সা তারকার।

প্রায় তিন যুগ ধরে ইউরোর ট্রফি উঁচিয়ে ধরে না নেদারল্যান্ডস। আর এই শিরোপা এখনও স্পর্শ করার সুযোগ হয়নি পোল্যান্ডের। আরেকটি টুর্নামেন্ট শুরুর আগে দু’দলেরই চোখ চ্যাম্পিয়নশিপে।

সবশেষ আট ম্যাচের একটিতেও না হারা পোল্যান্ড অবশ্য এবার প্লে-অফ খেলে জায়গা করে নিয়েছে ইউরোতে। বাছাইপর্বের বৈতরণি পেরুতে পারেনি তারা। এরপর প্লে-অফে ওয়েলসকে টাইব্রেকারে হারিয়ে জায়গা করে নেয় মূলপর্বে।

অন্যদিকে, নেদারল্যান্ডস তাদের সবশেষ ছয় ম্যাচের ছয়টিতেই জিতেছে। গেল সপ্তাহে তারা ৪-০ গোলে হারিয়েছে কানাডাকে। এরপর আইসল্যান্ডকেও একই ব্যবধানে হারায় তারা। দুটি ম্যাচেই গোল করেছেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক।

গত চার বছরে চারবার মুখোমুখি হয়েছে দুদল। নেদারল্যান্ডস জেতে তিন ম্যাচ। ড্র হয়েছে একটি ম্যাচ। ১৯৭৯ সালের পর ডাচদের বিপক্ষে কখনও জয় পায়নি লেভা’র দল। এবার কি সেই অচলায়তন ভাঙা সম্ভব? নাকি জয়ের পাল্লা ভারী করবে গাকপো-ডিপাইরা?

/এএম

Exit mobile version