Site icon Jamuna Television

ত্যাগের চেতনায় দেশের কল্যাণে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান

ফাইল ছবি।

পবিত্র ঈদুল আজহার ত্যাগের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৬ জুন) এক ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশে এ আহ্বান জানান তিনি। আগামীকাল সোমবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, এক বছর পর আবারও আমাদের জীবনে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আমি আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।

দেশবাসীর উদ্দেশে সরকারপ্রধান আরও বলেন, আসুন, ঈদুল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা সবাই দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।

/এমএন

Exit mobile version