Site icon Jamuna Television

মোহাম্মদপুরে ছাত্রলীগ নেতার ‘অবৈধ’ হাট উচ্ছেদ, ২ জন আটক

রাজধানীর মোহাম্মদপুরে অবৈধভাবে বসানো ছাগলের হাট উচ্ছেদ করেছে পুলিশ। আজ রোববার (১৬ জুন) হাট উচ্ছেদকালে হাসিলের নামে চাঁদা আদায়কারী দুজনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

জানা গেছে, ইজারা বা অনুমোদন না নিয়ে শুধুমাত্র ক্ষমতাবলে হাটটি বসিয়েছিলেন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেল। মোহাম্মদপুর টাউন হল বাজারের বিপরীতে লালমাটিয়া ত্রিকোণ পার্কের সামনে বসানো হয়েছিল হাটটি।

অভিযান পরিচালনা করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ভূঞা।

অভিযান প্রসঙ্গে তিনি বলেন, অবৈধভাবে টাউন হলের বিপরীত পাশে ফুটপাত নিয়ে ছাগলের হাট বসানো হয়েছিল। বিষয়টি জানতে পেরে অবৈধভাবে বসানো হাটটি উচ্ছেদ করে দিয়েছি। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

আটকের বিষয়ে ওসি মাহফুজুর রহমান বলেন, এই ঘটনায় ছাগলের হাটটি থেকে হাসিলসহ পারভেজ আহমেদ ও ফাহিম নামে দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

/এএম

Exit mobile version