Site icon Jamuna Television

ফ্রিজে রাখা সেমাই নিতে গিয়ে ভাতিজার হাতে চাচা খুন

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার হরিপুরে ফ্রিজে রাখা সেমাই আনতে গিয়ে চাচা বাদশা বিশ্বাসকে (৬০) ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে আপন ভাতিজা। রোববার (১৬ জুন) সদর উপজেলার হরিপুর ইউনিয়নের আমজাদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাতিজা মাসুদের ফ্রিজে রাখা সেমাই আনতে গিয়েছিলেন চাচা বাদশা। তখন ভাতিজা মাসুদ বলেন, বিদ্যুৎ না থাকলে ফ্রিজ খোলা যাবে না। এই কথার সূত্র ধরে বাকবিতণ্ডার একপর্যায়ে মাসুদ তার চাচা বাদশাকে ধারালো বটি দিয়ে কোমরে কোপ মারে। এরপর স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, হরিপুর ইউনিয়নের আমজাদ মোড় এলাকায় ফ্রিজে রাখা সেমাই আনতে গেলে ভাতিজার সঙ্গে বাকবিতণ্ডায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

/এএম

Exit mobile version