Site icon Jamuna Television

সম্মিলিত ইসলামী ঐক্যজোটের আত্মপ্রকাশ

৭টি ইসলামী দলের সমন্বয়ে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের আত্মপ্রকাশ হয়েছে। আজ দুপুরে রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলনে নতুন এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

জোটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা জাফরুল্লাহ খাঁন। সংবাদ সম্মেলনে জাফরুল্লাহ খাঁন বলেন, শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখেই জোট গঠন করা হয়নি। ইসলামী আইন-কানুনের মাধ্যমে আদর্শিক কাজ করা এবং নির্বাচনের পরেও ঐক্যবদ্ধভাবে জোটকে শক্তিশালী করার জন্য কাজ করাই এই জোটের মূল লক্ষ্য।

Exit mobile version