Site icon Jamuna Television

হজ পালনে গিয়ে সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের মৃত্যু

সাতক্ষীরা করেসপনডেন্ট:

পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে সাতক্ষীরার কুশখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল গফফার মারা গেছেন। রোববার (১৬ জুন) বিকেলে আরাফার ময়দানে অসুস্থ হয়ে মারা যান তিনি।

মাওলানা আব্দুল গফফার সরদার (৭০) সাতক্ষীরা সদরের কুশখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন। তিনি ইউনিয়নের ভাদড়া গ্রামে মৃত আকবর আলী সরদারের ছেলে।

কুশখালি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, গত ২ জুন স্ত্রীকে নিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যান তিনি। সাথে তার চাচাতো ভাই কামরুল ইসলাম হজ পালনে গিয়েছিলেন। কামরুল ইসলাম জানিয়েছেন, রোববার (১৬ জুন) আব্দুল গফফার আরাফার ময়দানে অসুস্থ হয়ে পড়েন। পরে সেখানকার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, বিষয়টি থানাতে কেউ অবহিত করেনি।

/আরএইচ

Exit mobile version