Site icon Jamuna Television

নেপালি ঘূর্ণিতে ১০৬ রানে অলআউট বাংলাদেশ

সুপার এইটের সমীকরণ মেলাতে নেপালের বিপক্ষে জয় দরকার বাংলাদেশের। এমন ম্যাচে ব্যাটিং বিপর্যয় শুরু হয় ইনিংসের শুরু থেকেই। তবে উইকেটে থিতু হতে পারেননি কেউ। নেপালি ঘূর্ণিতে ৩ বল বাকি থাকতেই ১০৬ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। 

সোমবার (১৭ জুন) ওয়েস্ট ইন্ডিজের কিংস্টনের সেন্ট ভিসেন্টের অ্যারনস ভেল গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মারেন ওপেনার তানজিদ তামিম। পরেই আউট হন তিনে নামা নাজমুল শান্ত (৪)। ৭ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ ২১ রানে ৩ উইকেট হয়ে যায়। লিটন আউট হন ১০ রান করে। 

এরপর ক্রিজে আসা তাওহীদ হৃদয়ও ছুঁতে পারেননি দুই অংকের ঘর। তার আউটে বড় বিপদে পড়ে বাংলাদেশ। হৃদয় ৯ রান করে আউট হন। বাংলাদেশ ৫ দশমিক ৪ ওভারে ৩০ রানে হারায় ৪ উইকেট।

এরপর হাল ধরার বার্তা দিচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু রান আউটের ফাঁদে পড়েন তিনি। ১৩ রানেই ফেরেন সাজঘরে। এরপর আউট হন সাকিব। করেন ১৭ রান। কিছুক্ষণ না পেরুতেই আউট হন জুনিয়র সাকিব। এরপর ৭ বলে ১৩ করেন রিশাদ। দলের হয়ে শেষ দিকে তাসকিন ১২ রান করেন। এরপর মোস্তাফিজ রান আউট হলে অলআউট হয় বাংলাদেশ।

নেপালের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন সোমপাল কামি, দিপেন্দ্র সিং আইরি, রোহিত পৌদেল ও সন্দ্বীপ লামিচানে।

/এমএইচ

Exit mobile version