Site icon Jamuna Television

দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত

ছবি: সংগ্রহীত।

দিনাজপুর করেসপনডেন্ট:

দেশের অন্যতম বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের গোর এ শহীদ ঈদগা ময়দানে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টায় একমাত্র জামাতটি অনুষ্ঠিত হয়।

এ ঈদ জামাতে ইমামতি করেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা শামসুল হক। নামাজ শেষে দেশ-জাতি ও ফিলিস্তিনের নিপিড়ীত মানুষের কল্যাণে মোনাজাত করা হয়।

সরেজমিনে দেখা যায়, নির্মল-মেঘাছন্ন শীতল আবহাওয়ার মধ্যে মুসল্লিরা নামাজ আদায় করেন এই মাঠে। নির্ধারিত সময়ের ৫ মিনিট পর নামাজ শুরু করা হলেও মাঠে প্রবেশ করতে পারেননি হাজার হাজার মুসল্লি। যে যেখানে জায়গা পেয়েছেন সেখানেই দাঁড়িয়ে আদায় করেছেন নামাজ।

দেশের অন্যতম বড় এই ঈদ জামাতকে ঘিরে নেয়া হয়েছিল তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই ঈদ জামাতে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য এম আবদুর রহিম, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি ইয়ায়েতুর রহিম, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদসহ জেলার শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে।

/এমএইচ/এমএন

Exit mobile version