Site icon Jamuna Television

মার্কিন ডেস্ট্রয়ারসহ ৩ জাহাজে হুতিদের হামলা

ফাইল ছবি

আবারও হুতিদের হামলার টার্গেট হয়েছে মার্কিন ডেস্ট্রয়ার। লোহিত সাগর ও আরব সাগরে হামলার শিকার হয়েছে আরও দুটি জাহাজ। রোববার (১৬ জুন) এক বিবৃতিতে এমন দাবি করেছে হুতিরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, তিনটি অভিযান পরিচালনা করেছে যোদ্ধারা। মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ছোড়া হয়েছে ব্যালেস্টিক মিসাইল। এরপর ক্যাপ্টেইন প্যারিস নামের একটি জাহাজ লক্ষ্য করে ছোড়া হয় নেভাল মিসাইল। ড্রোন হামলার শিকার হয়েছে হ্যাপি কোন-ডর নামের আরেকটি জাহাজ। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে, যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, ইয়েমেনের মুখা এলাকা থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে দুটি বিস্ফোরণের শিকার হয় একটি জাহাজ। তবে নিরাপদে আছে ক্রুরা। সাময়িক স্থগিত হলেও পরবর্তীতে আবার যাত্রা শুরু করে।

/এএম

Exit mobile version