Site icon Jamuna Television

রাজধানীজুড়ে কোরবানি দিতে গিয়ে আহত তিন শতাধিক

রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানি দিতে গিয়ে ছুরিকাঘাতে তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১৫২ জন এবং পঙ্গু হাসপাতালে ১৫০ জন চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে এখন পর্যন্ত ঢামেক হাসপাতালে ১ জন এবং পঙ্গু হাসপাতালে ১ জনকে ভর্তি দেয়া হয়েছে।

সোমবার (১৭ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত আহত এসব ব্যক্তি ঢামেক হাসপাতাল ও পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. আমান এবং পঙ্গু হাসপাতালের আবাসিক সার্জন মানস দাস সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে বেশিরভাগ রোগীই কাটাছেঁড়ার।

ডা. আমান বলেছেন, এখন পর্যন্ত আহত হওয়া ১৫২ জন ঢামেকে চিকিৎসা নিয়েছেন। সবাইকে সেলাইয়ের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। একজনের অবস্থা বেশি খারাপ থাকায় তাকে ভর্তি দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহতদের মধ্যে একজন বাদে সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

/আরএইচ/এমএন

Exit mobile version