Site icon Jamuna Television

সঠিক দাম না পাওয়ার অভিযোগ চামড়া বিক্রেতাদের

আমিনবাজার চামড়ার আড়তে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কোরবানি পশুর চামড়া নিয়ে জড়ো হচ্ছেন খুচরা চামড়া ব্যবসায়ীরা। তবে আশানুরূপ দাম পাচ্ছেন না বলে অভিযোগ বিক্রেতাদের। অন্যদিকে আড়তের ব্যাপারীরা বলছেন, চামড়ার মানভেদে দাম নির্ধারণ হচ্ছে।

খুচরা ব্যাবসায়ীদের অভিযোগ, আড়তে এখন ৫-৬ জন ব্যাপারীর আধিপত্য। এই সিন্ডিকেটের কারণেই চামড়ার দাম পাচ্ছেন না তারা।

অপরদিকে, আড়তদাররা বলছেন, কাঁচা চামড়া থেকে মাংস বা চর্বি কর্তন, লবণ দেয়া, বিভিন্ন রাসায়নিক প্রয়োগ, কর্মচারী বেতনসহ নানাবিধ খরচ রয়েছে। এছাড়া সিস্টেম লসে বাদ পড়ে ২০-২৫ শতাংশ চামড়া। তাই তারা বেশি দামে চামড়া কিনতে পারছেন না।

ব্যাপারীরা জানান, বেশিরভাগ ক্ষেত্রেই চামড়ার গুণগত মান ঠিক থাকে না। বিভিন্ন ধরনের রোগাক্রান্ত পশুর চামড়া কিংবা কাটাছেঁড়া চামড়া অবিক্রীত থেকে যায়। চামড়ার মান না বুঝেই খুচরা ব্যাবসায়ীরা কিনে বিপাকে পড়েন বলে তাদের অভিযোগ।

তারা আরও জানান, বর্তমানে উন্নত ও বড় আকারের চামড়া ৯৫০ টাকা পর্যন্ত দাম উঠছে। ছোট, কাটাছেঁড়া, রোগাক্রান্ত পশুর চামড়ার ক্ষেত্রে এই দাম ১০০ থেকে ৬০০ টাকার মধ্যে ওঠানামা করছে।

/এটিএম/এমএন

Exit mobile version