Site icon Jamuna Television

ঈদের রাতে ছোটবেলার দুই বন্ধুর প্রাণ ঝড়লো সড়কে

ঈদের রাতে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে প্রাণ হারালেন ছোটবেলার দুই বন্ধু। সোমবার (১৭ জুন) দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা আরও তিনজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতির প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই বন্ধু রাসেল ও রাব্বি। আহতদেরকে উদ্ধার করে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে, নিহত রাসেল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। নিহত আরেক বন্ধু রাব্বী ব্যবসা করতেন।

ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করেছে কাফরুল থানা পুলিশ। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তা।

/এমএইচ

Exit mobile version