Site icon Jamuna Television

অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে নাক ভেঙে গেলো এমবাপ্পের

অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে জিতলেও, ডিফেন্ডার কেভিন দান্সোর কাঁধে লেগে নাক ভেঙে গেলো ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের। মঙ্গলবার (১৮ জুন) এক প্রতিবেদনে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২৫ বছর বয়সী এই ফরাসি সুপারস্টার ইউরো টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ। ম্যাচের দ্বিতীয়ার্ধে, অস্ট্রিয়ার ডিফেন্ডার কেভিন দান্সোর কাঁধে লেগে মাঠে পড়ে থাকেন তিনি। দেখা যায় তার নাক দিয়ে রক্ত পড়ছে। তারপর দ্রুত চিকিৎসার জন্য এমবাপ্পেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা ও এক্সরে করার পর ধরা পড়ে তার নাক ভেঙে গিয়েছে। তাই পুরো টুর্নামেন্টে এমবাপ্পেকে মাস্ক পড়ে খেলার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে এমবাপ্পে লিখেন, ‘মাস্কের ব্যাপারে কারো কোন ধারণা আছে?’

/এআই

Exit mobile version