Site icon Jamuna Television

মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে বাগযুদ্ধে ট্রাম্প-ওবামা

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে চলছে ডোনাল্ড ট্রাম্প-বারাক ওবামা বাগযুদ্ধ। শুক্রবার নিজ নিজ দলের নির্বাচনী প্রচারণায় পরস্পরকে মিথ্যেবাদী হিসেবে অভিহিত করেছেন বর্তমান ও সাবেক দুই প্রেসিডেন্ট।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ভোটারদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি, এমন দাবি করেন ট্রাম্প। পশ্চিম ভার্জিনিয়া ও ইন্ডিয়ানায় দেয়া নির্বাচনী ভাষণে তিনি বলেন, মিথ্যে সংবাদ প্রচারে সবার চেয়ে এগিয়ে ওবামা। ওবামার স্বাস্থ্যসেবা প্রকল্প অকার্যকর প্রমাণিত হয়েছে এমন ঘোষণাও দেন মার্কিন প্রেসিডেন্ট। এসময় অভিবাসন প্রত্যাশীদের বিষয়ে আবারও কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেন ট্রাম্প।

অন্যদিকে ফ্লোরিডায় ডেমোক্র্যাট দলীয় প্রচারণায় ওবামার দাবি, সত্যকে অস্বীকার করতে জুড়ি নেই ট্রাম্পের। অভিবাসন ইস্যুতে রিপাবলিকান নীতির কড়া সমালোচনা করে তিনি বলেন, বিদ্বেষের রাজনীতিকে সমর্থন জানাবে না মার্কিন জনগণ।

Exit mobile version