Site icon Jamuna Television

ঈদের ২য় দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ঈদের ২য় দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় দেখা গেছে চোখে পড়ার মতো। ভ্যাপসা গরমে কিছুটা খারাপ লাগলেও স্বস্তি প্রকাশ করেছেন তারা।

মঙ্গলবার (১৮ জুন) সকাল থেকেই রাজধানীর এই বিনোদন কেন্দ্রে ঘুরতে আসছেন নগরবাসী। বিনোদনের জায়গা কম থাকায় এখানে আসা দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানা বড় ভরসা।

সরেজমিনে দেখা যায়, চিড়িয়াখানার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটেছেন দর্শনার্থীরা। সন্তানকে প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দেন অভিভাবকরা। হরিণ, বাঘ, সিংহ ও হাতিসহ নানা প্রাণী দেখে ঈদ বিনোদনে সময় পার করেন মানুষ। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতা বাড়িয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

/এটিএম/এমএন

Exit mobile version