Site icon Jamuna Television

পাকিস্তানে ফিরে টিম ম্যানেজমেন্টকে কিছু বলতে চান বাবর

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আগেভাগেই শেষ হয়েছে পাকিস্তানের। ব্যাটিংয়ে ছিন্নভিন্ন দশা টুর্নামেন্টজুড়েই ভুগিয়েছে তাদের। তাই বলে এতো বাজে অবস্থায় পড়বে, তা কেই-বা ভেবেছিল? নিশ্চয়ই তা ভাবেন নি ক্যাপ্টেন বাবর আজমও। ইএসপিএন ক্রিকইনফো’য় প্রকাশিত এক সাক্ষাতকারে তেমনটাই জানিয়েছেন তিনি।

বাবর বলেছেন, আমরা একজন ভুল করিনি। সবাই মিলেই ভুল করেছি। যার খেসারত দিতে হয়েছে টিমকে। এতে ভক্তরা যেমন হতাশ, আমরা আরও বেশি হতাশ।

পাকিস্তান অধিনায়ক বলেন, দলে ১১ জন প্লেয়ার খেলেন। সবার আলাদা রোল থাকে। আমি ১১ জনের রোলেই খেলতে পারবো না। আমি শুধু আমার খেলাটা খেলতে পারি। আর ক্যাপ্টেন হিসেবে তাদের উদ্বুদ্ধ করতে পারি। কিন্তু কোনোটাই কাজে আসেনি। স্বীকার করতেই হবে, আমরা একটা টিম হয়ে খেলতে পারিনি। নিজেদের প্ল্যানটা মাঠে করে দেখাতে পারিনি। এই দায় আমাদের; স্কোয়াডের ১৫ জনেরই।

বাবর আজম বলেন, আমরা যখন পাকিস্তানে ফিরে যাব, তখন পুরো টুর্নামেন্ট নিয়ে আলোচনা করবো। আমেরিকার মাটিতে কেনো আমরা ব্যর্থ হলাম, তা খুঁজে বের করার চেষ্টা করবো। ক্যাপ্টেন হিসেবেও আমার কিছু বলার আছে। সেটা আমি টিম ম্যানেজমেন্টকে জানাবো।

/এমএমএইচ

Exit mobile version