Site icon Jamuna Television

এটিএম বুথে টাকার সংকট

ঈদের ছুটির শেষ দিনেও টাকার সংকট চলছে বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথে। ভোগান্তি পোহাতে হচ্ছে সংশ্লিষ্ট গ্রাহকদের। আবার অনেক ব্যাংকের এটিএম বুথে টাকা থাকলেও নেটওয়ার্ক সম্যায় উত্তোলন করা যাচ্ছে না।

ঈদের ছুটির সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ৫ দিন বন্ধ ব্যাংকের স্বাভাবিক লেনদেন। এ সময়ে নগদ টাকার জন্য একমাত্র ভরসা এটিএম বুথ। টাকা তোলার আশায় অনেককে এক বুথ থেকে অন্য বুথে যেতেও দেখা গেছে। কিন্তু তাতেও হতাশ হতে হচ্ছে।

ভুক্তভোগী ব্যাংক গ্রাহকরা বলছেন, ব্যাংক হিসাবে টাকা থাকলেও প্রয়োজনের সময় তা কাজে আসছে না। এটিএম সেবার বিষয়ে কর্তৃপক্ষকে আরও মনোযোগ দেয়া উচিত। নিরাপত্তা কর্মীরা জানান, টাকা না থাকার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

/এটিএম/এমএন

Exit mobile version