Site icon Jamuna Television

ঐক্যফ্রন্টে যোগ দেয়ার বিষয়ে সোমবার সিদ্ধান্ত নেবেন কাদের সিদ্দিকী

বঙ্গবীর কাদের সিদ্দিকী জানিয়েছেন, ঐক্যফ্রন্টে যোগ দেয়ার বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত জানাবেন তিনি। আজ শনিবার কৃষক শ্রমিক জনতা লিগ আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় কাদের সিদ্দিকী এ কথা বলেন।

তিনি আরও বলেন, অনেকেই মনে করেছেন সংলাপে কোন কাজ হবে না। কিন্তু ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সকালে চিঠি দিয়েছে, আর বিকালেই রাজি হয়েছেন সংলাপে। আরো কত কিছুতে রাজি হতে হবে দেখেন।

কৃষক শ্রমিক জনতা লিগের চেয়ারম্যান চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ড. কামাল যেখানেই ইলেকশন করবেন সেখানেই জিতবেন। এমনকি টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা দাঁড়ালেও তিনি (কামাল) জিতবেন।

তিনি বলেন, আমি দেশে না আসতে পারলে আজ টুঙ্গিপাড়িয়া লাখ লাখ লোক যেতো না। আমি বিশ্বাস করি বাংলাদেশ বলতে শেখ মুজিব, স্বাধীনতা বলতে শেখ মুজিব।

আওয়ামী লীগ এখন আর জাতীয় নির্বাচনে ২০ আসনও পাবে না দাবি করে কাদের বলেন, আওয়ামী লীগে একজনই মানুষ আছে তিনি হলেন শেখ হাসিনা।

Exit mobile version