Site icon Jamuna Television

যমুনা নদীতে ধরা পড়লো ১৮ কেজির বোয়াল, বিক্রি ২২ হাজারে!

জামালপুর করেসপন্ডেন্ট:

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে ১৮ কেজির একটি বোয়াল মাছ ধরা পড়েছে। সেই বোয়াল মাছটি বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়। আজ মঙ্গলবার (১৮ জুন) সকাল ১১টার দিকে যমুনা নদীর বলিয়াদাহ আগারি এলাকা থেকে ছিপ জাল দিয়ে মাছটি ধরা হয়।

মাছটি বিক্রি হয়েছে সেই এলাকাতেই। মাছটির ক্রেতা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল সাকিব বলেন, মঙ্গলবার সকালে আমাদের এলাকায় ভুন্দুলি মাঝির ছেলে এনামুলের ছিপ জালে মাছটি ধরা পড়ে। প্রথমে মাছটি ওজন করা হয়। ওজন আসে ১৮ কেজি।

মাছ ক্রেতা সাকিব আরও জানান, মাছটি দেখতে একটি মানুষের সমান। সেই মাছটি তিনি কিনে নেন ২২ হাজার টাকার বিনিময়ে। যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। একারণে এমন মাছ পাওয়া যাচ্ছে।

এর আগে, ২০২২ সালে জামালপুরে যমুনা নদীতে এক জেলের বড়শিতে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে স্থানীয় বাজারে নেয়ার সময় এক ক্রেতা মাছটি ১৭ হাজার টাকায় কিনে নেন।

/এএম

Exit mobile version