Site icon Jamuna Television

ইতালি যাওয়ার পথে নৌকাডুবি: নিহত ১১ ও নিখোঁজ ৬৪, নৌকায় ছিলেন বাংলাদেশিও

ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী দুইটি নৌকা ডুবে গেছে ইতালির দক্ষিণ উপকূলে। এতে অন্তত ১১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৬৪ জন। তাদের মধ্যে ২৬ জন শিশু রয়েছে। খবর রয়টার্সের।

মর্মান্তিক এ ঘটনায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, নৌকা দুইটি লিবিয়ার উপকূল থেকে এসেছিল। অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সিরিয়া, মিসর, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিক ছিলেন।

জার্মান দাতব্য প্রতিষ্ঠান রেসকিউশিপ জানিয়েছে, গতকাল তাদের উদ্ধার জাহাজ ‘নাদির’ একটি কাঠের নৌকা থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেছে। তবে ৫১ জনকে জীবিত উদ্ধার করা হয় নৌকাটি থেকে। তাদের মধ্যে দুইজন অজ্ঞান ছিলেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, জীবিত উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীদের ইতালির কোস্টগার্ডের হাতে তুলে দেয়া হয়েছে।

/এআই/এমএন

Exit mobile version