Site icon Jamuna Television

বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক

ছবি: সংগৃহীত

বিরল সংবেদনশীল স্নায়ু রোগে আক্রান্ত হয়েছেন বলিউডের কিংবদন্তী সংগীত শিল্পী অলকা ইয়াগনিক। ফলে তিনি কানে শুনতে পাচ্ছেন না। সোমবার (১৭ জুন) নিজের ভেরিফায়েড ইন্সটাগ্রাম একাউন্টে দেয়া এক পোস্টে এ অসুস্থতার কথা জানান অলকা ইয়াগনিক।

পোষ্টে তিনি জানান, কয়েক সপ্তাহ আগে বিমানবন্দর থেকে বেরোনোর সময় হঠাৎ তিনি অনুভব করেন যে কানে তিনি কিছু শুনতে পাচ্ছেন না। এটি আকস্মিক ও বড় ধাক্কা, যা অজান্তেই শরীরকে গ্রাস করেছে।

পোস্টে তিনি ভক্ত ও সহকর্মীদের উচ্চমাত্রার শব্দ থেকে যথাসম্ভব দূরে থাকার আহ্বান জানান। অত্যন্ত সতর্কতার সাথে হেডফোন ব্যবহার করার কথাও বলেন। তাছাড়া ভক্ত ও সহকর্মীদের প্রার্থনায় তাকে রাখার কথাও বলেন।

অলকার সেই পোষ্টে কিংবদন্তি শিল্পী এ আর রহমান লেখেন, দ্রুত আরোগ্য কামনা করছি। প্রার্থনা ও ভালবাসা রইলো।

সোনু নিগম লেখেন, আমার মনেই হয়েছিল সব ঠিক নেই। ফিরেই তোমার সাথে দেখা করব। দ্রুত সেরে ওঠো।

চার দশকের ক্যারিয়ারে এক হাজারে বেশি সিনেমায় কণ্ঠ দিয়েছেন অলকা ইয়াগনিক। ভিন্ন ভিন্ন ভাষায় মোট ২১ হাজারেরও বেশী গান গেয়েছেন। বিবিসির সেরা ৪০টি হিন্দি গানের তালিকায় ২০টিই অলকা ইয়াগনিকের। এছাড়া তিনি একাধিকবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন।

এক দো তিন, অ্যায় মেরে হাম সফর, চুরাকে দিল মেরা, দিলবার দিলবার, কাহো না পেয়ার হ্যায়, লাল দোপাট্টা, দিল লাগা লিয়াসহ তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে।

/আরএইচ

Exit mobile version