Site icon Jamuna Television

চট্টগ্রামে শিবিরের কার্যালয়ে পুলিশের অভিযান, ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

চট্টগ্রামের ডিসি রোডে ছাত্র শিবিরের কার্যালয়ে অভিযান চালিয়ে পুলিশ ৬টি ককটেল ও বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। আজ শনিবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, মাদক ও অস্ত্র উদ্ধারে সন্ধ্যায় ডিসি রোডের আরইসরা ভবন ঘিরে ফেলে তারা। এসময় শিবিরের কার্যালয় থেকে একাধিক বিস্ফোরণের শব্দ আসে। পরে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। তল্লাশি চালিয়ে আধা কেজি গান পাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। জব্দ করা হয় চাঁদা আদায়ের রশিদসহ বেশ কিছু নথিপত্র। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

Exit mobile version