Site icon Jamuna Television

ইরানে হাসপাতালে আগুন, ৯ রোগীর প্রাণহানি

ছবি: আল জাজিরা।

ইরানের উত্তরাঞ্চলের রাশত শহরের একটি হাসপাতালের বেসমেন্টে আগুন লেগে নয়জন রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) স্থানীয় সময় দিবাগত রাত দেড়টার দিকে শহরের কায়েম নামক একটি হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার ( ১৮ এপ্রিল) এক প্রতিবেদনের এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে নিহত ছয়জন নারী ও তিনজন পুরুষ। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। ঘটনার কারণ উদঘাটনে একটি তদন্ত দল গঠন করেছে কর্তৃপক্ষ।

এদিকে কায়েম হাসপাতালে থাকা পাঁচজন শিশুকে অন্য একটি শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারা সুস্থ রয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হাসপাতালের ভূগর্ভস্থ একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ওই কক্ষে পাওয়ার জেনারেটরগুলো রাখা ছিল।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে দেশটির গিলান প্রদেশের ল্যাঙ্গারুদ শহরের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩২ জন নিহত হন।

/আরএইচ

Exit mobile version