Site icon Jamuna Television

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বুধবার (১৯ জুন) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল হয়।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন রুহুল কবির রিজভী। অভিযোগ করেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

বিএনপির এ নেতা আরও বলেন, এই সরকার দখলদার সরকার। তাদের গণবিরোধী নীতির কারণে জ্বালানি তেলের দাম লাগামছাড়া। গ্যাস আর বিদ্যুতের দামও বৃদ্ধি পাচ্ছে। এ সময় নিত্যপণ্যসহ তেল-গ্যাস, পানি ও বিদ্যুতের দাম কমানোর দাবিও জানান তিনি।

রুহুল কবির রিজভী দাবি করেন, তথাকথিত উন্নয়নের নামে আজিজ-বেনজীরের মতো সরকারি কর্মকর্তাদের লুট করার সুযোগ করে দিয়েছে সরকার।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারকে মোকাবেলা করতে রাজপথে আরও নামতে হবে। গুলি-লাঠি চার্জ করলেও সরকারের রাজ সিংহাসনকে রাস্তায় উল্টে দিতে হবে।

/এমএন

Exit mobile version