Site icon Jamuna Television

হত্যার হুমকিতে দেশ ছেড়েছেন আসিয়া বিবির আইনজীবী

পাকিস্তানে ব্লাসফেমি আইনে অভিযুক্ত আসিয়া বিবি’র আইনজীবী নিরাপত্তাহীনতার মুখে দেশ ছেড়ে পালিয়েছেন। একই কারণে যুক্তরাষ্ট্র, কানাডা বা যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন তার স্বামী।

আসিয়া বিবি’র স্বামী আশিক মাসিহ জানান, বর্তমান পরিস্থিতিতে মৃত্যু ঝুঁকিতে রয়েছে তাদের পুরো পরিবার। যেকোনো মুহূর্তে বিক্ষুব্ধদের হামলার শিকার হতে পারেন তারা। অন্যদিকে, আসিয়া বিবি’র পক্ষে মামলা লড়ায় আইনজীবী সাইফুল মালুককে গেল ক’দিন ধরে হত্যার হুমকি দিয়ে আসছে কট্টর ডানপন্থি নেতা খাদিম হুসাইন রিজভির সমর্থকরা। তাই শনিবার ইউরোপের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

মালুক জানান, আসিয়া বিবি’র হয়ে ন্যায়বিচারের জন্য আইনি লড়াই চালিয়ে যেতে হলে বেঁচে থাকতে হবে তাকে। সে কারণেই দেশ ত্যাগের সিদ্ধান্ত। গেল বুধবার, ব্লাসফেমি’র দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসিয়া বিবিকে মুক্তি দেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত। তারপর থেকেই বিক্ষোভে উত্তাল পুরো দেশ।

Exit mobile version