Site icon Jamuna Television

ঈদের ছুটিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে আনসার সদস্যের মৃত্যু

শরীয়তপুর করেসপনডেন্ট:

শরীয়তপুরে দেয়ালে প্লাস্টার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে ইয়ামিন ঢালী (৩০) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুন) বেলা ১১টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খেলসী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়ামিন ঢালী একই এলাকার জলিল ঢালীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে নিজ বাড়ির বাথরুমের দেয়ালে প্লাস্টার করার সময় বৈদ্যুতিক সুইচের সংস্পর্শে আসলে বিদ্যুতায়িত হয়ে পড়েন ইয়ামিন। পরে তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইয়ামিন ঢালী ঢাকায় আনসার বাহিনীতে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে ঈদের ছুটি কাটাতে তিনি গ্রামের বাড়িতে আসেন বলেও জানায় স্থানীয়রা।

নিহতের চাচাতো ভাই মনির বলেন, কয়েকদিন আগে ইয়ামিন পদোন্নতি পেয়েছিলো। ঈদের ছুটিতে বাড়ি এসে আজ বাথরুমের দেয়াল প্লাস্টার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায় সে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহাম্মেদ বলেন, ইয়ামিন ঢালীর মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।

/আরএইচ

Exit mobile version