Site icon Jamuna Television

কিমকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন পুতিন

রাশিয়ান বিলাসবহুল অরাস গাড়িতে পুতিন ও কিম জং উন। ছবি: রয়টার্স

পিয়ংইয়ং সফরে গিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পালাক্রমে দু’জনেই চালিয়েছেন মস্কোর তৈরি লিমুজিন। এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়াটার্স।

রাশিয়ার প্রতিষ্ঠান অরাস তৈরি করেছে গাড়িটি। শুরুতে পুতিন বসেন চালকের আসনে। পাশের সিটেই ছিলেন কিম। খোশগল্প করতে দেখা যায় দুজনকে। বেশ কয়েকটি স্থান পরিদর্শন শেষে ফেরার পথে ড্রাইভিং সিটের দখল নেন কিম। রাশিয়া থেকে আনা উপহারের তালিকায় আরও ছিল অ্যাডমিরালের ছুরি ও একটি চায়ের কাপের সেট।

কিমকে এর আগেও গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন। গত ফেব্রুয়ারির শেষের দিকে উত্তর কোরিয়ায় পাঠিয়েছিলেন আরেকটি লিমুজিন। গাড়ির প্রতি বরাবরই বিশেষ অনুরাগ রয়েছে কিম জং উনের। বিভিন্ন সময় নানা ব্র্যান্ডের বিলাসবহুল গাড়িতে চলাচল করতে দেখা যায় তাকে। সংগ্রহে আছে মার্সিডিজের বিভিন্ন মডেল, লেক্সাস স্পোর্টস কার, রোলস রয়েস ফ্যান্টমের মতো নামীদামী ব্র্যান্ডের গাড়ি।

প্রসঙ্গত, ২৪ বছর পর উত্তর কোরিয়া সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাতে তিনি পিয়ংইয়ংয়ে পৌঁছান। বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান কিম জং উন।

/এএম

Exit mobile version