Site icon Jamuna Television

দাবানলে পুড়লো নিউ মেক্সিকোর ২০ হাজার একর বনাঞ্চল

ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো। একদিনেই পুড়ে গেছে ২০ হাজার একর বনাঞ্চল। আগুন ছড়িয়েছে লোকালয়েও। আজ বুধবার (১৯ জুন) এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ শতাধিক স্থাপনা। রাজ্যজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এরই মধ্যে দাবানল কবলিত ও আশপাশের এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। শুষ্ক বাতাস আর প্রচণ্ড দাবদাহের কারণে দ্রুত ছড়াচ্ছে আগুন।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩১ কিলোমিটার। রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় উদ্ধারকর্মী ও ফায়ার সার্ভিসের পক্ষে সম্ভব নয় এই দাবানল নিয়ন্ত্রণ। জরুরি ভিত্তিতে রাষ্ট্রীয় হস্তক্ষেপের অনুরোধও জানিয়েছে কর্তৃপক্ষ।

/এএম

Exit mobile version