Site icon Jamuna Television

বিশ্ববাজারে বিকল্প আসায় চামড়ার দাম কমেছে: বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন

বিশ্ববাজারে চামড়ার বিকল্প উদ্ভাবিত হওয়ায় দরপতন হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিও ফেলেছে বিরূপ প্রভাব। এমনটা মনে করছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন।

বুধবার (১৯ জুন) সকালে নিজস্ব কার্যালয়ে ছিলো সংবাদ সম্মেলনে। তাতে অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ জানান, চামড়ার গুণগত মান ঠিক থাকলে, সরকারের বেঁধে দেয়া দরেই কেনা হবে। ঈদের আগে ৭৫ কোটি টাকার ব্যাংক ঋণ ছাড় করা হয়েছে। তার দাবি, পুনঃঅর্থায়ন করা হলে ভালো দাম মিলতো।

অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, লেদার ওয়ার্কিং গ্রুপ, এলডব্লিউজি সনদ অর্জনের জন্যে ট্যানারি মালিকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা এখনও প্রশ্নবিদ্ধ। সেজন্যে অনেক উদ্যোক্তা এই সনদ অর্জন করতে পারছে না। আর এই কমপ্লায়েন্স পূরণ না হওয়ায় বিশ্ববাজারেও বাংলাদেশের চামড়ার দাম নিম্নমুখী।

/এটিএম

Exit mobile version