Site icon Jamuna Television

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, যা ঘটলো

ঈদের তৃতীয় দিনেও আকস্মিকভাবে বেসরকারি হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন। বুধবার (১৯ জুন) পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে হাসপাতালের বিভিন্ন অসংগতি নিয়ে কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জরুরি বিভাগে ডাক্তারদের উপস্থিতি কম পেয়েছি। এছাড়া, ডাক্তার ও স্বাস্থ্য প্রতিবেদনের অতিরিক্ত ফি গ্রহণ, লাইসেন্স থেকে বেশি বেডের উপস্থিতিসহ বেশ কিছু অসংগতি নজরে এসেছে। আগামী সাতদিনের মধ্যে এই অভিযোগগুলো সংশোধনের জন্য প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে, ঢাকার এভারকেয়ার হাসপাতালে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানেও বেশ কিছু অসংগতি দেখতে পান তিনি। ডাক্তারের ফি এবং স্বাস্থ্য প্রতিবেদনের ফি অতিরিক্ত নেয়ার অভিযোগ দেয়া হয় তার কাছে। তবে, ডাক্তার ও স্বাস্থ্য প্রতিবেদনের ফি কমিয়ে আনতে আগামী স্বাস্থ্য সুরক্ষা আইনে চমক থাকতে পারে বলে জানিয়েছেন ডা: সামন্ত লাল সেন।

উল্লেখ্য, গত সোমবার (১৭ জুন) সকালেও আকস্মিকভাবে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী।

/এমএইচ

Exit mobile version