Site icon Jamuna Television

শেরপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বেশকিছু গ্রাম প্লাবিত

স্টাফ করেসপনডেন্ট, শেরপুর

শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার ৪টি ইউনিয়নের নিম্নাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। মহারশী নদীর দীঘিরপাড় এলাকায় দুটি জায়গায় বন্যা নিয়ন্ত্রিত বাঁধ ভেঙে ৪টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। ভেসে গেছে বীজতলা, পুকুরের মাছসহ কিছু সবজি ক্ষেত।

বুধবার (১৯ জুন) ভোর থেকে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। তবে পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা যায়।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার (১৮ জুন) রাত থেকেই ভারী বর্ষণ হয় এবং সীমান্ত এলাকার মহারশী, সোমেশ্বরী ও ভোগাই নদীর পানি বাড়তে থাকে। বুধবার সকালে ঝিনাইগাতীর দীঘিরপাড় গ্রামে ঢলের পানির তোড়ে দুটি জায়গায় বাঁধ ভেঙে যায়। এতে ওখানকার ৪টি গ্রামের সঙ্গে ঝিনাইগাতীর চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া মালিঝিকান্দা, হাতিবান্ধা ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সোমবার (১৭ জুন) সন্ধ্যা থেকে মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে ৭২ ঘণ্টার পূর্বাভাসে শেরপুরসহ আশেপাশের এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়।

/এএম

Exit mobile version