Site icon Jamuna Television

প্রশান্ত মহাসাগরে সামরিক মহড়া রাশিয়ার

প্রশান্ত মহাসাগরে সামরিক শক্তিমত্তা দেখাচ্ছে রাশিয়ার নৌবাহিনী। বুধবার (১৯ জুন) পারমাণবিক সাবমেরিন থেকে মিসাইল ছুড়ে চালানো হয় পরীক্ষা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রুশ নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বহর অংশ নিয়েছে এই মহড়ায়। ৪০টি জাহাজ ও নৌযান, ২০টি নেভাল এয়ারক্রাফট ও হেলিকপ্টার অংশ নিয়েছে এই সামরিক প্রদর্শনীতে। আছে দূরপাল্লার অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট, তল্লাশি ও উদ্ধারকারী হেলিকপ্টার।

১৮ জুন শুরু হওয়া মহড়া চলবে ২৮ জুন পর্যন্ত। ফায়ারিং এলাকাটি বেসামরিক জাহাজ ও বিমান চলাচলের জন্য আগাম বন্ধ করে দেয়া হয়েছে। জাপান সাগর ও ওখটস্ক সাগরে সামরিক শক্তি প্রদর্শন করবে রুশ নৌসেনারা।

/এএম

Exit mobile version