Site icon Jamuna Television

আধুনিক যুদ্ধবিমান ‘কাওসার’ উৎপাদন শুরু করেছে ইরান

অবশেষে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে অত্যাধুনিক ‘কাওসার’ যুদ্ধবিমান উৎপাদন শুরু করলো ইরান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রতিক্রিয়ায় শনিবার এ তথ্য জানায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘মাল্টি-পারপাস রাডার’ আর উন্নত ‘এভিওনিক্স’ সমৃদ্ধ এসব যুদ্ধবিমানের উৎপাদন দ্রুত বাড়াচ্ছে তেহরান। বিমান বাহিনীর কাজের জন্য উপযুক্ত এসব বিমান শিগগিরই অভ্যন্তরীণ চাহিদার পুরোটাই মেটাতে সক্ষম হবে বলেও উল্লেখ করা হয়। গেল আগস্টে প্রথম ‘কাওসার’ যুদ্ধবিমান তৈরির বিষয়টি সামনে আনেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

এদিকে, ট্রাম্প প্রশাসনের ‘কঠোরতম নিষেধাজ্ঞা’র হুমকিতে শঙ্কিত নন বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বেপরোয়া আচরণের মাধ্যমে ওয়াশিংটন নিজ ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং বিশ্বনেতৃত্বে অবস্থান হারাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, শত্রুপক্ষের মিথ্যা আর তাচ্ছিল্যপূর্ণ হাসিতে ভুললে চলবে না। ইরানি জনগণের বন্ধু বলে যুক্তরাষ্ট্র নিজেদের দাবি করে। আবার নিষেধাজ্ঞা আরোপেও পিছিয়ে নেই। ইসলামিক প্রজাতন্ত্র বলেই ইরান তাদের চক্ষুশূল। যুক্তরাষ্ট্র ধ্বংসের দিকে যাচ্ছে। ৪০ বছর আগের তুলনায় প্রভাব-প্রতিপত্তি অনেকটাই হারিয়েছে। ডুবতে বসেছে বলেই এখন মরিয়া হয়ে যা ইচ্ছে তাই করছে।

Exit mobile version